ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেইতের (Shin Bet) প্রধান রোনেন বার অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
রোনেন বার বলেন, “এই সংস্থায় ৩৫ বছর কাজ করেছি। চলতি বছরের ১৫ জুন দায়িত্ব ছাড়তে চাই। যোগ্য উত্তরসূরি নির্বাচনের জন্য এই সময়টুকু প্রয়োজন।”
এর আগে, গত মাসে তাকে বরখাস্তের চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এমন সিদ্ধান্তের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সমালোচকদের ভাষ্য, এতে করে সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করছে এবং গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে।
নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় সহায়তা না করায় এবং বিক্ষোভকারীদের ওপর নজরদারি করতে অনিচ্ছুক হওয়ায় রোনেন বারের প্রতি নেতানিয়াহু অসন্তুষ্ট ছিলেন। ফলে তার ওপর থেকে আস্থা হারিয়ে বরখাস্তের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। যদিও সে সিদ্ধান্ত সাময়িকভাবে সর্বোচ্চ আদালত আটকে দেয়।
সবশেষে, দীর্ঘ টানাপোড়েন ও নাটকীয়তার অবসান ঘটিয়ে রোনেন বার নিজেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন—যা ইসরায়েলের নিরাপত্তা প্রশাসনে এক গুরুত্বপূর্ণ পালাবদল হিসেবে দেখা হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?