clock ,

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের তোপে জেলেনস্কি, বাইডেন ও পুতিন

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের তোপে জেলেনস্কি, বাইডেন ও পুতিন

ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের সামনে তিনি বলেন, “মাত্র তিনজন মানুষের জন্য লাখ লাখ মানুষ মারা যাচ্ছে।তিনি এই তিনজনকে চিহ্নিত করেছেনরুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ট্রাম্প বলেন, “যখন আপনি যুদ্ধ শুরু করবেন, তখন আপনার জানা উচিতআপনি সেই যুদ্ধে জিততে পারবেন কি না। নিজের চেয়ে ২০ গুণ বড় দেশের সঙ্গে যুদ্ধ শুরু করে আপনি কীভাবে ভাবেন যে মানুষ আপনাকে সাহায্য করবে কিছু ক্ষেপণাস্ত্র দিয়ে?”

ট্রাম্প সরাসরি অভিযোগ তোলেন যে, ইউক্রেন যুদ্ধ শুরুর পেছনে জেলেনস্কির ভূমিকা ছিল এবং তিনিবাস্তবতা বিবর্জিতসিদ্ধান্ত নিয়েছেন।জেলেনস্কি জানতেন তিনি জয়ী হবেন না। তারপরও তিনি যুদ্ধ শুরু করলেন,”—বলেছেন ট্রাম্প।

ট্রাম্পের মতে, এই যুদ্ধের দায় জনের কাঁধেপুতিন—“তিনি এক নম্বর।” বাইডেন—“যার কোনো ধারণা নেই তিনি কী করছেন।” জেলেনস্কি—“যিনি নিজের দেশকে এমন বিপদের দিকে ঠেলে দিয়েছেন।” ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, “আমি শুধু এই যুদ্ধ থামানোর চেষ্টা করতে পারি।

এর আগেই সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠানসিক্সটি মিনিটস’- দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছিলেন, “আমি সেই বিকৃত বাস্তবতার অংশ হতে চাই না, যেখানে আগ্রাসী আর ভুক্তভোগীর মধ্যে কোনো পার্থক্য করা হয় না।
তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বিরুদ্ধে পরোক্ষভাবে পুতিনকে ন্যায্যতা দেওয়ার অভিযোগও তোলেন।

ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়েউল্লেখযোগ্য অগ্রগতিকরেছে, যদিও গত কয়েক সপ্তাহে এর কোনো ফল দেখা যায়নি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি আগেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছি।

বিশ্লেষকরা বলছেন, আসন্ন মার্কিন নির্বাচনের প্রেক্ষাপটে ট্রাম্পের এই বক্তব্য কেবল কূটনৈতিক বিতর্ক নয়, বরং ভোটারদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করার চেষ্টা। তিনি একদিকে ইউক্রেন যুদ্ধে আমেরিকার সম্পৃক্ততা প্রশ্নবিদ্ধ করছেন, অন্যদিকে নিজেকে শান্তির একমাত্র দূত হিসেবে তুলে ধরছেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য