clock ,

ইরাকে ভয়াবহ বালুঝড়ে হাসপাতালে ৩ হাজার ৭০০ জনের বেশি

ইরাকে ভয়াবহ বালুঝড়ে হাসপাতালে ৩ হাজার ৭০০ জনের বেশি

ইরাকে তীব্র বালুঝড়ে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত সমস্যায় অন্তত হাজার ৭৪৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানী বাগদাদসহ একাধিক প্রদেশে বালুঝড় আঘাত হানে।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈফ আল-বদর দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইএনএ-কে বলেন, "বাগদাদ দক্ষিণাঞ্চলীয় আল মুথান্না শহরসহ বিভিন্ন অঞ্চলে তীব্র ধূলিঝড় দেখা দিয়েছে। এতে শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগে হাজার হাজার মানুষ চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন।"

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু বাগদাদেই হাসপাতালে ভর্তি হয়েছেন হাজার ১৪ জন এবং আল মুথান্নায় ৮৭৪ জন। বাকিরা অন্যান্য প্রদেশ থেকে এসেছেন।

আক্রান্তদের বেশিরভাগই হালকা মাঝারি শ্বাসকষ্টে ভুগলেও, কিছু রোগীর অবস্থা গুরুতর ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গুরুতরদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে কোথাও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মুখপাত্র সাঈফ আল-বদর আরও বলেন, “চিকিৎসা সামগ্রী অক্সিজেন সরবরাহে কোনো ঘাটতি নেই। আমরা রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইরাকে বালুঝড়ের ঘটনা বাড়ছে। জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত তথ্য অনুসারে, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ইরাক রয়েছে পঞ্চম স্থানে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য