জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সঙ্গীত ও চেতনার ধারক ও বাহক হিসেবে যাঁরা অনন্য অবদান রেখেছেন, তাঁদের স্বীকৃতি জানাতে প্রতি বছর নজরুল পুরস্কার প্রদান করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। ‘নজরুল-পুরস্কারনীতিমালা ২০২৪’-এর ভিত্তিতে এবার একযোগে ২০২৩ ও ২০২৪ সালের জন্য চারজন গুণীজনকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
নজরুল
পুরস্কার ২০২৩ প্রাপ্তরা হলেন—
১. প্রফেসর ইরশাদ আহমেদ শাহীন — নজরুল গবেষণায় অসামান্য অবদানের জন্য। তিনি ইউনিভার্সিটি অব
সাউথ এশিয়ার ইংরেজি ভাষা ও সাহিত্য
বিভাগের অধ্যাপক এবং নজরুল-গবেষক।
২. রুমী আজনবী — নজরুল
সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি। তিনি একজন খ্যাতনামা
সঙ্গীতশিল্পী ও সঙ্গীত প্রশিক্ষক।
নজরুল
পুরস্কার ২০২৪ প্রাপ্তরা হলেন—
১. আবদুল হাই শিকদার — নজরুল
গবেষণায় বিশেষ অবদানের জন্য। তিনি দৈনিক যুগান্তরের
সম্পাদক এবং দীর্ঘদিন ধরে
নজরুল-চর্চায় নিবেদিত।
২. নাসিম আহমেদ — নজরুল কবিতা আবৃত্তিতে অসামান্য অবদানের স্বীকৃতি। তিনি একজন খ্যাতনামা
আবৃত্তিকার, আবৃত্তি প্রশিক্ষক এবং বাংলাদেশ সুপ্রিম
কোর্টের সিনিয়র এডভোকেট।
পুরস্কার হিসেবে প্রত্যেক মনোনীত ব্যক্তিকে প্রদান করা হবে একটি রৌপ্য পদক, ২ লাখ টাকা সম্মানী ও একটি সম্মাননা স্মারক।
আগামী ২৫ মে, জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাওয়া কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।
এ বিষয়ে ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোঃ লতিফুল ইসলাম শিবলী বলেন, “নজরুলের বিদ্রোহী চেতনা ও গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে ওঠা নতুন বাংলাদেশের প্রেক্ষিতে এবারের নজরুল পুরস্কার বিশেষ তাৎপর্যপূর্ণ। যাঁরা পুরস্কার পেয়েছেন, তাঁরা আজীবন নজরুল চর্চায় অবিচল থেকেছেন, এবং তাঁদের অবদান নতুন প্রজন্মের মাঝে নজরুল চেতনার বিস্তার ঘটাবে।”
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?