clock ,

কঙ্গো নদীতে নৌকায় আগুন, প্রাণ গেল অন্তত ১৪৮ জনের

কঙ্গো নদীতে নৌকায় আগুন, প্রাণ গেল অন্তত ১৪৮ জনের

আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রে ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৪৮ জন। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে কঙ্গো নদীতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ‘এইচবি কঙ্গোলোনামের নৌকাটি মাতানকুমু বন্দর থেকে বোলোম্বা অঞ্চলে যাওয়ার পথে এমবানদাকা শহরের কাছে আগুন ধরে যায়। শনিবার (১৯ এপ্রিল) স্কাই নিউজ, রয়টার্স দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, দুর্ঘটনার সময় নৌকাটিতে নারী শিশুসহ প্রায় ৫০০ আরোহী ছিলেন।

প্রথমে ৫০ জন নিহত হওয়ার কথা বলা হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ১৪৮- পৌঁছায়। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক যাত্রী। উদ্ধারকর্মীরা জানান, স্থানীয়রা প্রাথমিকভাবে প্রায় ১০০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। গুরুতর দগ্ধদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

নদী কমিশনার কম্পিতেন্ত লয়োকো জানান, একজন নারী নৌকার ওপর রান্না করছিলেন, সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আতঙ্কে অনেক যাত্রী নদীতে ঝাঁপ দেন। যাদের অনেকে সাঁতার না জানায় ডুবে প্রাণ হারান।

কঙ্গোতে নৌযান দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা। নদীবেষ্টিত এই দেশে দুর্বল অবকাঠামো, অতিরিক্ত যাত্রী বোঝাই নিরাপত্তা ব্যবস্থার অভাবে প্রায়ই ঘটে প্রাণঘাতী দুর্ঘটনা।

এর আগে, গত বছর দেশটির উত্তরাঞ্চলে লেক কিভুতে নৌকাডুবিতে ৭৮ জন এবং ডিসেম্বরে আরেক দুর্ঘটনায় ২২ জন প্রাণ হারান।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য