clock ,

তরুণদের গবেষণায় আগ্রহী করছে ‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’

তরুণদের গবেষণায় আগ্রহী করছে ‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’

বাংলাদেশের তরুণ প্রজন্মকে গবেষণায় উদ্বুদ্ধ করতে চালু হয়েছেইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোমবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 'ইন্টারন্যাশনাল অনলাইন জার্নাল হাব বাংলাদেশ' টপ স্কলার সোসাইটি বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাতে-কলমে গবেষণার প্রশিক্ষণ প্রদান।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যা নিয়ে কীভাবে গবেষণা করতে পারে এবং কীভাবে নিজেদের দক্ষতা বাড়াতে পারে, তা শেখানো হবে। অংশগ্রহণকারীদের গবেষণার প্রতিটি ধাপসমস্যা নির্ধারণ, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, প্রতিবেদন রচনা এবং প্রকাশনাহাতে-কলমে শেখানো হবে।

ইন্টারন্যাশনাল অনলাইন জার্নাল হাব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা মো. কারিউল ইসলাম বলেন, “পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে গবেষণার বিকল্প নেই। গবেষণা মানুষের চিন্তার পদ্ধতিকে পরিবর্তন করে, যার মাধ্যমে একটি দেশের গুণগত পরিবর্তন সম্ভব।

অনুষ্ঠানে সংস্থাটির পরিচালক ডা. তৃণা ইসলাম বলেন, “আমাদের দেশের তরুণরা অত্যন্ত মেধাবী। শুধু একটু সুযোগ পেলেই তারা গবেষণায় পারদর্শী হয়ে উঠতে পারে। অনেক শিক্ষার্থী গবেষণায় আগ্রহী হলেও সঠিক দিকনির্দেশনার অভাবে তারা পিছিয়ে পড়ে।

তিনি আরও জানান, “আমরা গবেষণার পথে বাধা দূর করতে এবং তরুণদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে ১০ হাজারের বেশি গবেষক তৈরি হয়েছে এবং ১০টিরও বেশি ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে পরিচালিত হয়েছে।

প্রোগ্রামের রিসার্চ অ্যাসোসিয়েট বাকি বিল্লাহ জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ,০০০ জন শিক্ষার্থীকে নিয়ে এই কর্মসূচি পরিচালিত হবে। তাদের ১০ জন করে ১০০টি দলে ভাগ করা হবে এবং প্রতিটি দল একটি করে গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্পে অংশ নেবে। গবেষণার বিষয়গুলো শিক্ষার্থীদের আগ্রহ দেশের প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করা হবে।

বাকি বিল্লাহ বলেন, “এই প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, একজন শিক্ষার্থী যিনি আগে কখনও গবেষণায় অংশ নেননি, তিনিও ধাপে ধাপে প্রশিক্ষণের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধ তৈরি আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করতে পারবেন।

উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে দেশে এক নতুন গবেষক প্রজন্ম গড়ে উঠবে, যারা আগামীর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য