সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে দেশে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এ পদ্ধতির বিরোধিতা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, পিআর নিয়ে যারা দ্বন্দ্ব তৈরি করছেন, তারা দেশের আদর্শে নয়, নিজেদের দলীয় আদর্শেই বিশ্বাসী।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, “যদি পিআর পদ্ধতি চালু হয়, তবে জনগণ শুধু দলকে ভোট দেবে, জানবে না কে এমপি হবে। পরে দল নির্ধারণ করবে কে সংসদ সদস্য হবে। এতে জনগণের প্রতিনিধিত্ব হারাবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ কারও একক সম্পত্তি নয়। আওয়ামী লীগ এক সময় এ ভুল করেছিল, এখন কেউ করলে তার পরিণতিও একই হবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।”
মঈন খানের বক্তব্যের পর বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করেন, পিআর পদ্ধতির আড়ালে ষড়যন্ত্র লুকিয়ে আছে। তিনি বলেন, “ফ্যাসিস্ট শক্তিকে আবার সুযোগ করে দেওয়ার জন্যই এ ধরনের প্রস্তাব দেওয়া হচ্ছে।”
চীন সফর শেষে ইতিবাচক বার্তা পেয়েছে বিএনপি: মির্জা ফখরুল
এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফর শেষে বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে চীনের অবস্থান অত্যন্ত ইতিবাচক। রোববার গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে পাঁচ দিনের সফরে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।”
তিনি জানান, সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন, অর্থনৈতিক সহযোগিতা, ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধি ও সম্ভাব্য অনুদান নিয়ে আলোচনার পাশাপাশি অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়েছে।
ফখরুল আরও বলেন, “চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বিএনপির সঙ্গে দুই বছর মেয়াদি রাজনৈতিক সমঝোতা স্মারকের প্রস্তাব দেওয়া হয়েছে, যা আমরা ইতিবাচকভাবে গ্রহণ করেছি।”
তিনি জানান, চীনের পলিটব্যুরোর সদস্য লি হংসং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
বিএনপির এই প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমানসহ কেন্দ্রীয় নেতারা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?