clock ,

যুক্তরাজ্যে মুসলিম কবরস্থানে ভাঙচুর, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক কবর

যুক্তরাজ্যে মুসলিম কবরস্থানে ভাঙচুর, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক কবর

যুক্তরাজ্যের কারপেন্ডার্স পার্কে একটি মুসলিম কবরস্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে মঙ্গলবার (১৫ এপ্রিল) জানানো হয়, কবরস্থানটিতে হামলা চালিয়ে বেশ কয়েকটি কবরের ক্ষতি করা হয়েছে।

স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো ঘটনাকেইসলামবিদ্বেষ থেকে উৎসারিতউল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং কবরস্থানে তাণ্ডবের নিন্দা জানিয়েছে।

হার্টফোর্ডশায়ার পুলিশ জানিয়েছে, ঘটনায় অন্তত ৮৫টি কবরের ক্ষতি হয়েছে, যার বড় অংশই শিশু কিশোরদের কবর বলে ধারণা করা হচ্ছে। তারা ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তবে এখনও ঘটনার প্রকৃত কারণ কিংবা দায়ীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার পেছনে সম্প্রতি গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপজুড়ে চলমান বিক্ষোভ এবং এর জেরে বাড়তে থাকা ইসলামবিদ্বেষের প্রভাব রয়েছে বলেও ধারণা করছে বিভিন্ন মহল।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য