যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অবৈধভাবে সরকারি প্লট ও সম্পত্তি হস্তান্তরের অভিযোগ এনেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, টিউলিপ জাল নোটারি পাবলিক ব্যবহার করে তার বোন আজমিনা সিদ্দিকের নামে ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট হস্তান্তর করেছেন।
দুদকের তদন্ত অনুযায়ী, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা ঢাকার পূর্বাচল নিউ টাউন প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নিয়েছিলেন। তবে অভিযোগ রয়েছে, তিনি প্লট পাওয়ার যোগ্য ছিলেন না, কারণ ঢাকায় তার নামে আগেই অন্য সম্পত্তি ছিল।
তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্ল্যাট হস্তান্তরের জন্য টিউলিপ যে নোটারি পাবলিক ব্যবহার করেছিলেন, তা ছিল ভুয়া। সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী সিরাজুল ইসলামের নামে নথিতে সিল দেওয়া হলেও তিনি এর সত্যতা অস্বীকার করেছেন। তার দাবি, নোটারি নথিতে থাকা সই তার নয় এবং টিউলিপ বা তার বোনের সঙ্গে তার কোনো পরিচয় নেই।
এ বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ। সে সময় ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের কাছ থেকে সম্পত্তি গ্রহণের অভিযোগের কারণে তিনি রাজনৈতিক চাপে ছিলেন। তবে তিনি এসব অভিযোগ বারবার অস্বীকার করেছেন।
দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরও দুর্নীতির অভিযোগ তদন্তাধীন রয়েছে। সংস্থাটি বলছে, শেখ হাসিনার শাসনামলের শেষ দিকে তার আত্মীয়দের নামে বিপুল সরকারি সম্পত্তি বরাদ্দ দেওয়া হয়।
দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, এই মামলার প্রমাণ আদালতে উপস্থাপন করা হবে। আদালত অভিযোগ আমলে নিলে বিচার কার্যক্রম শুরু হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?