clock ,

সিঙ্গাপুরে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন

সিঙ্গাপুরে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন

সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে গত ১৬ মে সিঙ্গাপুরের হলিডে ইন হোটেলে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর সরকারের রাজ্য আইন ও পরিবহণ মন্ত্রী মি. মুরালি পিল্লাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিঙ্গাপুরে বাংলাদেশের মাননীয় হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম, এনডিসি।




অনুষ্ঠানের সূচনা হয় সিঙ্গাপুরের জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। এরপর বক্তব্য রাখেন প্রধান অতিথি মি. মুরালি পিল্লাই। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ সিঙ্গাপুরের মধ্যে সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরেন। পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং এই সময় হাইকমিশনার মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের আহ্বান জানান।


প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে কেক কাটার পর্ব অনুষ্ঠিত হয়, যা ছিল স্বাধীনতা দিবস উদযাপনের একটি প্রতীকী আনন্দঘন মুহূর্ত। কেক কাটায় অংশগ্রহণ করেন মি. মুরালি পিল্লাই হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম। এই সময় একটি ফটো সেশনেরও আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের বেতার, টেলিভিশন শিল্পী তারেক সাঈদ ও সুলতানা জামান জ্যোৎস্না। অনুষ্ঠানে আমন্ত্রিতরা রাতের ডিনারের পাশাপাশি শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য উপভোগ করেন।





হাইকমিশনার মোঃ তৌহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “স্বাধীনতা দিবস আমাদের জাতীয় গৌরব আত্মত্যাগের প্রতীক। প্রবাসে এই দিবস উদযাপন প্রজন্ম থেকে প্রজন্মে দেশের প্রতি ভালোবাসা ইতিহাসের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করে।



অনুষ্ঠানে সিঙ্গাপুরের বিভিন্ন মন্ত্রণালয় সংস্থার কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন দূতাবাসের কূটনীতিক, বাংলাদেশি প্রবাসী প্রতিনিধি, ব্যবসায়ী, সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য