ভারতীয় জাতীয় দলের সাবেক কোচ ও ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান অনন্যা বাঙ্গার। জন্মসূত্রে তার নাম ছিল আরিয়ান। তবে দীর্ঘ এক লড়াইয়ের পর গত বছর হরমোন থেরাপি ও লিঙ্গ নিশ্চিতকরণ অস্ত্রোপচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজের নারী পরিচয় প্রতিষ্ঠা করেছেন তিনি। এখন তিনি অনন্যা—একজন সাহসী, স্পষ্টভাষী, এবং ট্রান্সজেন্ডার অধিকারকর্মী।
সম্প্রতি ভারতীয় জনপ্রিয় পডকাস্ট 'দ্য লাল্লানটপ'-এ দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা ভারতের ক্রিকেট-জগৎ নিয়ে বিস্ফোরক কিছু অভিযোগ করেছেন। জানান, নিজের ক্রিকেট ক্যারিয়ারের সময় একাধিক ক্রিকেটার তাঁকে নগ্ন ছবি পাঠিয়েছেন এবং অশালীন প্রস্তাব দিয়েছেন।
"অনেক ক্রিকেটার আমাকে নগ্ন ছবি পাঠাতেন। কেউ কেউ মুখের ওপর অপমান করলেও পরে আবার ছবি তুলতে চাইত, এমনকি অশোভন প্রস্তাবও দিত,"—বলেন ২৩ বছর বয়সী অনন্যা।
একজন সিনিয়র ক্রিকেটারের প্রসঙ্গ টেনে তিনি আরও জানান, "আমি যখন নিজের পরিস্থিতি বোঝাতে চাই, সে বলে, ‘চলো গাড়িতে যাই, আমি তোমার সঙ্গে রাত কাটাতে চাই।’"
নিজের কৈশোরকাল সম্পর্কে অনন্যা বলেন, ছোটবেলা থেকেই তিনি জানতেন, তার ভেতর নারীসত্তাই প্রকট। “আমি আট-নয় বছর বয়সেই জানতাম আমি একজন মেয়ে। মায়ের শাড়ি পরতাম, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কল্পনা করতাম নারীরূপে,”—স্মৃতিচারণা করেন তিনি।
বাবার পরিচিতির কারণে ক্রিকেট-জগতে নিজের ট্রান্স পরিচয় গোপন রাখতে বাধ্য হন বলে অভিযোগ করেন অনন্যা। তিনি বলেন,
“আমি মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়সোয়ালের মতো খেলোয়াড়দের সঙ্গে খেলেছি। কিন্তু আমাকে সবসময় নিজের পরিচয় আড়াল করে রাখতে হতো। এই দুনিয়া একেবারে নিরাপত্তাহীন, পুরুষতান্ত্রিক এবং বিষাক্ত পরিবেশে ভরা।”
বর্তমানে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাস করছেন অনন্যা বাঙ্গার। সোশ্যাল মিডিয়ায় তিনি নিয়মিতই ট্রান্সজেন্ডার অধিকারের পক্ষে কথা বলেন এবং সচেতনতা তৈরির কাজ করেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?