clock ,

আইফেল টাওয়ারে গাজার জন্য ‘শান্তির বার্তা’

আইফেল টাওয়ারে গাজার জন্য ‘শান্তির বার্তা’

গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্যারিসের আইফেল টাওয়ারে প্রদর্শিত হয়েছে শান্তির বার্তা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিখ্যাত এই স্থাপনাটির গায়ে আলোর মাধ্যমে ভেসে ওঠেপিসশব্দটি, যা মুহূর্তেই প্রতীকী হয়ে ওঠে গাজাবাসীর প্রতি সহানুভূতি বিশ্বজুড়ে শান্তির আহ্বান হিসেবে।

আনাদোলু এজেন্সির প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, টাওয়ারের পাদদেশে জড়ো হয়েছেন হাজারো মানুষ। অনেকে হাতে প্ল্যাকার্ড বহন করছিলেন, যেখানে লেখা ছিলনিরাপত্তা চাই’, ‘গণহত্যা বন্ধ হোক’, ‘ফিলিস্তিনিদের স্বাধীনতা চাইপ্রভৃতি বার্তা।

এই আয়োজনে অংশ নেন শত শত সাংবাদিকও, যারা গাজায় সহকর্মীদের মৃত্যুর প্রতিবাদ জানান এবং পেশাগত নিরাপত্তার দাবি তোলেন। অনেকে নিহত সহকর্মীদের ছবি বুকে ধারণ করে দীর্ঘ সময় অবস্থান করেন। স্লোগানে স্লোগানে তাঁরা জানান, গাজার বাস্তবতা তুলে ধরার অধিকার চাই তারা।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সাংবাদিকদের ওপর হামলা ক্রমাগত বেড়েছে বলে দাবি করেন প্রতিবাদকারীরা। এখন পর্যন্ত দুই শতাধিক সাংবাদিক নিহত হয়েছেন, যাঁদের অধিকাংশই ফিলিস্তিনি। সময় আইফেল টাওয়ারের পাদদেশে আবেগঘন পরিবেশ তৈরি হয়, যেখানে রাত পর্যন্ত অবস্থান করেন বিক্ষোভকারীরা।

বিশ্ব ঐতিহ্যের প্রতীক আইফেল টাওয়ারে শান্তির বার্তা প্রদর্শন, বিশেষত এমন এক সময়ে যখন গাজায় নারী শিশুর মৃত্যু অব্যাহত, তা আন্তর্জাতিক অঙ্গনে এক গভীর প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য