শিশু যৌন নির্যাতন এবং অভিবাসন জালিয়াতির অভিযোগে গুরপ্রীত সিং নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। অপরাধ প্রমাণিত হওয়ায় তার মার্কিন নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আইসিই-এর এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস (ইআরও) বিভাগ জানায়, গুরপ্রীত সিং ১৪ বছরের কম বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হন। তদন্তে পরে জানা যায়, তিনি অবৈধ উপায়ে মার্কিন নাগরিকত্ব অর্জন করেন।
২০১৭ সালে নিউ ইয়র্কের নর্দার্ন ডিস্ট্রিক্টের একটি ফেডারেল আদালত তার নাগরিকত্ব বাতিল করে। আদালত জানায়, নাগরিকত্ব প্রক্রিয়ার সময় সিং মিথ্যা তথ্য ও জাল কাগজপত্র জমা দিয়েছিলেন।
ইআরও মুখপাত্র বলেন, “গুরপ্রীত সিং জননিরাপত্তা ও আমাদের অভিবাসন ব্যবস্থার অখণ্ডতার জন্য স্পষ্ট হুমকি। গুরুতর অপরাধে অভিযুক্ত এবং অভিবাসন ব্যবস্থাকে বিভ্রান্ত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আমাদের অগ্রাধিকার।”
বর্তমানে গুরপ্রীত সিং আইসিই হেফাজতে রয়েছেন এবং তাকে দেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) প্রক্রিয়া চলছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?