clock ,

আওয়ামী লীগ নিষিদ্ধে সিদ্ধান্ত না এলে ‘আবারও মার্চ টু ঢাকা’র হুঁশিয়ারি নাহিদের

আওয়ামী লীগ নিষিদ্ধে সিদ্ধান্ত না এলে ‘আবারও মার্চ টু ঢাকা’র হুঁশিয়ারি নাহিদের

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজপথে উত্তাপ ছড়াচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চলমানশাহবাগ ব্লকেডকর্মসূচির মধ্যেই শুক্রবার ( মে) বিকেলে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ফের একটি কড়া বার্তা দিয়েছেনদ্রুত সিদ্ধান্ত না এলে আবারও সারা দেশের জনগণকে সঙ্গে নিয়েমার্চ টু ঢাকা মতো গণআন্দোলনের ডাক দেওয়া হবে।

এই হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে। সেখানে তিনি লেখেন, “শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা।... দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।

নাহিদ আরও দাবি করেন,“দেশের সার্বভৌমত্ববিরোধী, স্বাধীনতা ইসলামবিরোধী, নারী মানবতা বিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থি সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

২০২৪ সালেরবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতৃত্বে অনুষ্ঠিতমার্চ টু ঢাকাকর্মসূচিকে এনসিপি এখন পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের শুরু হিসেবে চিহ্নিত করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারশাহবাগ ব্লকেড’-এর মাধ্যমে তারা ফের রাজনৈতিক চাপ তৈরি করছে।

বৃহস্পতিবার রাত থেকে এনসিপির নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রফিকুল কাদেরের বাসভবনযমুনা সামনে অবস্থান নেন। বিক্ষোভ কর্মসূচি শুক্রবারেও অব্যাহত থাকে। বিকেল থেকে রাজধানীর শাহবাগ মোড় রূপ নেয় স্লোগানমুখর এক রাজনৈতিক মঞ্চে।

এনসিপির তরফ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যদি স্পষ্ট কোনো পদক্ষেপ বা ঘোষণা না আসে, তাহলে আগামী দিনে আন্দোলনের মাত্রা আরও বাড়ানো হবে। জাতীয় রাজনীতিতে এই নতুন মোড় পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের অভিমত।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য