প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধনের কার্যক্রম বর্তমানে আটটি দেশে চালু রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সপ্তাহেই কানাডায় এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। সোমবার (৬ মে) রাজধানীতে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি জানান, অস্ট্রেলিয়ায় এরই মধ্যে প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে।
হুমায়ুন কবীর বলেন, আমাদের পরিকল্পনায় আছে ৪০টি দেশে এই কার্যক্রম চালু করার। তবে অনেক দূতাবাসে পর্যাপ্ত জায়গা না থাকায় কার্যক্রম শুরু করা যাচ্ছে না। ইতোমধ্যে অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক হয়েছে। তিনি আরও জানান, এই সমস্যা সমাধানে আগামী সপ্তাহে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে ধাপে ধাপে ৪০টি দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?