clock ,

পোপ নির্বাচনের আগে ভ্যাটিকানে বন্ধ হবে মোবাইল সিগনাল

পোপ নির্বাচনের আগে ভ্যাটিকানে বন্ধ হবে মোবাইল সিগনাল

নতুন পোপ নির্বাচনের গোপন প্রক্রিয়া শুরুর আগে ভ্যাটিকান সিটিতে মোবাইল ফোন সিগনাল বন্ধ করে দেওয়া হবে। আগামী বুধবার ( মে) স্থানীয় সময় বিকাল ৩টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে, যা কনক্লেভের শেষ পর্যন্ত বলবৎ থাকবে।

ভ্যাটিকান সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশ নিতে মনোনীত ১৩৩ জন কার্ডিনাল ইতোমধ্যেই রোমে পৌঁছেছেন। মঙ্গলবার থেকেই তারা মোবাইলসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস জমা দেবেন এবং নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সেগুলো ফেরত পাবেন না।

ইতালীয় সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, সিস্টিন চ্যাপেল আশপাশের এলাকায় ইলেকট্রনিক নজরদারি ঠেকাতে সিগনাল জ্যামার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে নির্বাচনের গোপনীয়তা নিশ্চিত করা হবে।

কনক্লেভনামে পরিচিত এই প্রথাটি শতাব্দী প্রাচীন। এর অর্থচাবিসহ বন্ধ নির্বাচনের সময় কার্ডিনালদের চূড়ান্ত গোপনীয়তা রক্ষার শপথ নেওয়া হয় এবং তারা বাইরের জগত থেকে একেবারে বিচ্ছিন্ন থাকেন।

জনসাধারণের প্রবেশযোগ্য সেন্ট পিটার্স স্কয়ারে মোবাইল সিগনাল চালু থাকলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে চেকপয়েন্ট, মেটাল ডিটেক্টর এবং অ্যান্টি-ড্রোন প্রযুক্তি।

ভ্যাটিকানের বিবৃতিতে বলা হয়েছে, কনক্লেভ চলাকালে ভ্যাটিকানে কর্মরত অন্যান্য ব্যক্তিদেরও (যেমন: ইলেকট্রিশিয়ান, লিফট অপারেটর) গোপনীয়তা রক্ষার শপথ নিতে হবে এবং তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।

২০১৩ সালের কনক্লেভেও একই রকম নিরাপত্তা গোপনীয়তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, যেখান থেকে পোপ ফ্রান্সিস নির্বাচিত হন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য