বিশ্বের খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা, রোমান ক্যাথলিক গির্জার প্রধান পোপ ফ্রান্সিস আর নেই। ভ্যাটিকান সিটির এক বিবৃতিতে জানানো হয়, সোমবার (স্থানীয় সময়) সকাল ৭টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
ভ্যাটিকানের টেলিভিশন চ্যানেলে কার্ডিনাল কেভিন ফারেল এক আবেগঘন বার্তায় বলেন, “গভীর দুঃখের সঙ্গে আমাকে আমাদের পবিত্র ফাদার ফ্রান্সিসের মৃত্যুর কথা ঘোষণা করতে হচ্ছে।”
মৃত্যুর মাত্র একদিন আগেই, রোববার (২০ এপ্রিল) ইস্টার সানডে উপলক্ষে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে হুইলচেয়ারে বসে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নাড়েন পোপ ফ্রান্সিস। ব্যালকনি থেকে তিনি বলেছিলেন, “প্রিয় ভাই ও বোনেরা, শুভ ইস্টার।”
দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই আর্জেন্টাইন ধর্মগুরু, যার প্রকৃত নাম জর্জ মারিও বেরগোলিও। ২০১৩ সালে পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি ক্যাথলিক গির্জায় অনেক সংস্কার, সংলাপ ও সহমর্মিতার বার্তা দিয়ে বিশ্বজুড়ে প্রশংসিত হন।
বিশ্বব্যাপী শোকের ছায়া নেমে এসেছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে। তার উত্তরসূরি নির্বাচন ও রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কিত আনুষ্ঠানিকতা খুব শিগগিরই ঘোষণা করবে ভ্যাটিকান।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?