২০০৫ সালের জনপ্রিয় কমেডি ছবি ওয়েডিং ক্র্যাশার্স–এর প্যারোডি করে ‘হোয়াইট হাউজ ক্র্যাশার্স’ শিরোনামে একটি পোস্টার সম্প্রতি শেয়ার করেছে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজ অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এতে দেখা যায়, ট্রাম্প বসে আছেন, তার পেছনে দাঁড়িয়ে আছেন হলিউড অভিনেতা ভিন্স ভন—যার মূল পোস্টারে আগে ছিলেন ওয়েন উইলসন।
জানা গেছে, ‘সুইংগার্স’ খ্যাত অভিনেতা ভন গত শুক্রবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওভাল অফিসে যান। তবে এই সাক্ষাতের উদ্দেশ্য প্রকাশ করা হয়নি এবং ট্রাম্পের নির্ধারিত অতিথি তালিকাতেও ভনের নাম ছিল না।
ভন আগেও ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে দেখা গেছেন। ২০২০ সালে লুইসিয়ানা স্টেটের এক ফুটবল ম্যাচে তাদের করমর্দনের ছবি ভাইরাল হয়েছিল, যার কারণে অভিনেতাকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সেই সময় লস অ্যাঞ্জেলেস টাইমসকে দেওয়া বক্তব্যে ভন বলেন, “আমরা শুধু হ্যালো বলেছিলাম, এটা ছিল নিছক সৌজন্য সাক্ষাৎ।”
নিজেকে স্বঘোষিত স্বাধীনতাবাদী (Libertarian) হিসেবে পরিচয় দেওয়া ভন ২০২৪ সালে নিউইয়র্ক টাইমসকে বলেন, “আমি মনে করি, মাদক বৈধ হওয়া উচিত এবং মানুষের কাছে বন্দুক থাকার অধিকার থাকা উচিত।” তবে তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা প্রার্থীকে সমর্থন করেন না বলেও জানান।
প্যারোডি পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ এটিকে ট্রাম্পের স্বভাবসুলভ কৌতুকমিশ্র প্রচারকৌশল হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে রাজনৈতিকভাবে ‘সেলিব্রিটিদের ব্যবহার’ বলেও মন্তব্য করেছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?