নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলসহ চার দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (৩ মে) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলা এ সমাবেশে অংশ নিয়েছেন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত হাজারো নেতাকর্মী।
সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বক্তব্য রাখেন সংগঠনের শীর্ষ নেতারা, ওলামা-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ, এবং রাজনীতিবিদেরা। সমাবেশে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের আহ্বান ছিল সবচেয়ে উচ্চকণ্ঠ দাবিগুলোর একটি।
হেফাজতের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল বলেন, "নারী সংস্কার নামে যেসব প্রস্তাবনা এসেছে, তা ইসলামবিরোধী। এসব প্রতিবেদন সংশ্লিষ্টদেরসহ ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে।" তিনি সরকারের উদ্দেশে বলেন, "ইসলামের বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো পদক্ষেপের বিরুদ্ধেও হেফাজত আন্দোলনে নামবে।"
মাওলানা আনাস বলেন, “প্রতিবেদনে নারী-পুরুষের মাঝে সমানাধিকার চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যারা এটি প্রস্তুত করেছে, তারা মানসিকভাবে অসুস্থ।”
আরেক নায়েবে আমির মুফতি জসিম উদ্দিন বলেন, "৯৫ শতাংশ মুসলমানের দেশে বহুত্ববাদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশ চলবে তাওহিদের ভিত্তিতে।"
হেফাজতের নেতা সালাহউদ্দিন নানুপুরি বলেন, “নারী কমিশন বাতিল করতে হবে, বন্দি আলেমদের মুক্তি দিতে হবে এবং ভারত ও ফিলিস্তিনে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে সরকারকে কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে।”
সমাবেশে বক্তব্য রাখেন ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমানও। তিনি বলেন, “নারী সংস্কারের প্রতিবাদ করতে গিয়ে যেন আমরা মূল বিষয় থেকে সরে না যাই। গণহত্যার বিচার এবং ইসলামী নেতৃত্বের ঐক্য জরুরি।”
জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, "আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সবচেয়ে বড় সংস্কার। তারা দেশে কসাইতন্ত্র কায়েম করেছে। আমাদের আন্দোলন হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে।"
হেফাজতের চার দফা দাবি
১. নারী বিষয়ক সংস্কার
কমিশন ও তার প্রতিবেদন
বাতিল।
২. সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা
ও বিশ্বাস’ পুনঃপ্রতিষ্ঠা।
৩. হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং ৫ মে
শাপলা চত্বরসহ সব হত্যাকাণ্ডের বিচার।
৪. ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের
ওপর নিপীড়ন বন্ধে সরকারের কার্যকর ভূমিকা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেত এলাকা থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন হেফাজতের অনুসারীরা। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, বরিশাল, রংপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকেও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?