clock ,

বাংলাদেশ থেকে ৭২৫ সেনা সদস্য নেবে কাতার

বাংলাদেশ থেকে ৭২৫ সেনা সদস্য নেবে কাতার

মধ্যপ্রাচ্যের দেশ কাতার বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনা সদস্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কাতারের রাজধানী দোহা সফরে থাকা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম  মঙ্গলবার (২২ এপ্রিল)  তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী দুই মাসের মধ্যেই এই সেনা সদস্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

শফিকুল আলম বলেন, "কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন সফলভাবে। কাতারও সেই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে নিয়মিত সেনা সদস্য নিতে চায়। প্রাথমিকভাবে প্রতি তিন বছর অন্তর ৭২৫ জন করে সেনাসদস্য নেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা চাই, ভবিষ্যতে এই সংখ্যাটি আরও বাড়ুক।"

বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দোহায় আর্থ-রাজনৈতিক সম্মেলনে অংশ নিচ্ছে। সেখানে কাতারের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা শ্রমবাজার সংক্রান্ত বিভিন্ন বিষয়েও আলোচনা চলছে।

উদ্যোগকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে। কাতারের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি দেশে বাংলাদেশি সেনা সদস্যদের পেশাদার ভূমিকা দেশের ভাবমূর্তি আঞ্চলিক নিরাপত্তায় অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য