clock ,

মুখোশধারীদের পেট্রোলবোমা হামলায় দগ্ধ দুই নারী যাত্রী

মুখোশধারীদের পেট্রোলবোমা হামলায় দগ্ধ দুই নারী যাত্রী

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। রোববার (২১ এপ্রিল) ভোরে ঘটনা ঘটে।

দগ্ধ নারীরা হলেনরাউজান পৌরসভার নম্বর ওয়ার্ডের শান্তিনগর গ্রামের লায়লা বেগম (৫০) এবং নম্বর ওয়ার্ডের জালালিহাট এলাকার ঝর্ণা আক্তার (৩০) বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

অটোরিকশা চালক মো. জামি জানান, তারা রাউজান থেকে কুতুবদিয়ার মালেক শাহ দরবারে যাওয়ার পথে আতুরার ডিপো চামড়াগুদাম এলাকায় পৌঁছালে হঠাৎ তিনজন মুখোশধারী ব্যক্তি তাদের গাড়ির দিকে পেট্রোলবোমা নিক্ষেপ করে। মুহূর্তেই গাড়িতে আগুন ধরে যায়। এতে পেছনের আসনে বসা দুই নারী দগ্ধ হন। বাকি তিন যাত্রী অক্ষত থাকলেও আতঙ্কিত হয়ে পালিয়ে যান।

তিনি আরও জানান, তৎক্ষণাৎ সিলিন্ডার লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে বিস্ফোরণ না ঘটলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, “ভোরের দিকে অগ্নিদগ্ধ দুই নারী হাসপাতালে এসেছেন। তাদের বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা জানিয়েছেন, মুখোশধারীরা পেট্রোলবোমা ছুঁড়ে তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ জানিয়েছে, কারা কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বায়েজিদ বোস্তামী থানার পুলিশ গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য