রাজধানীর হাতিরঝিলে গভীর রাতে রহস্যজনক গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। গুলিবিদ্ধ ওই যুবকের নাম আরিফ হোসেন সরদার (৩৫)। তিনি ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী বলে পুলিশ জানিয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দিনগত রাত আনুমানিক ২টার দিকে মগবাজার মোড়লবাড়ির সংলগ্ন হাতিরঝিল এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী জুয়েল মিয়া জানান, তিনি মোটরসাইকেল চালিয়ে হাতিরঝিল পার হচ্ছিলেন। এ সময় রাস্তায় রক্তাক্ত অবস্থায় একজন মানুষকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, “গোলাগুলির শব্দ পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে। কে বা কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম জানান, গুলিবিদ্ধ আরিফ সরদার যুবদলের একজন সক্রিয় কর্মী। পাশাপাশি তিনি পেশায় একজন ওয়ার্কশপকর্মী। আরিফের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন।
পুলিশ এখন পর্যন্ত এ ঘটনার পেছনে কোনো রাজনৈতিক সংযোগ পেয়েছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি। তবে আরিফের রাজনৈতিক পরিচয় সামনে আসায় তদন্তে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি নিছক ডাকাতি, ছিনতাই না কি পূর্বপরিকল্পিত হামলা—তা নির্ধারণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?