clock ,

যুক্তরাষ্ট্রে দক্ষিণ সুদানের সব ভিসা বাতিল, নিষেধাজ্ঞা জারি

যুক্তরাষ্ট্রে দক্ষিণ সুদানের সব ভিসা বাতিল, নিষেধাজ্ঞা জারি

যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষিণ সুদানের সব নাগরিকের মার্কিন ভিসা বাতিল ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে দক্ষিণ সুদানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রোববার ( এপ্রিল) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, “দক্ষিণ সুদানের যেসব অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছিল, তাদের গ্রহণে দেশটি অস্বীকৃতি জানায়। তাই মার্কিন আইন অনুযায়ী দক্ষিণ সুদানের পাসপোর্টধারীদের সব ধরনের ভিসা বাতিল করা হচ্ছে এবং নতুন করে যুক্তরাষ্ট্রে ঢোকার পথ বন্ধ করা হচ্ছে।

তিনি আরও বলেন, “যখন কোনো দেশ তাদের নাগরিককে ফেরত নিতে অস্বীকৃতি জানায়, তখন যুক্তরাষ্ট্রের এমন ব্যবস্থা গ্রহণ ন্যায্য। দক্ষিণ সুদান যদি তাদের অবস্থানে পরিবর্তন আনে, তাহলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে শপথ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ সুদান হলো প্রথম দেশ, যার নাগরিকদের ওপর তাঁর প্রশাসন সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করল। উল্লেখ্য, প্রথম মেয়াদেও ট্রাম্প অভিবাসনবিরোধী কঠোর নীতির জন্য পরিচিত ছিলেন।

বিশ্বের সবচেয়ে নবীন এবং দরিদ্র দেশ দক্ষিণ সুদান বর্তমানে রাজনৈতিক অস্থিরতায় ভুগছে। দেশটির অনেক নাগরিক যুক্তরাষ্ট্রেঅস্থায়ী সুরক্ষা স্ট্যাটাস’ (TPS) সুবিধার আওতায় আছেন, যা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় দেওয়া হয়েছিল। তবে ২০২৫ সালের মে এই স্ট্যাটাসের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ সুদানে ভয়াবহ গৃহযুদ্ধে প্রায় লাখ মানুষ প্রাণ হারায়। আশঙ্কা করা হচ্ছে, দেশটিতে সহিংসতা আবারও মাথাচাড়া দিতে পারে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য