বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী রোববার (৪ মে) অথবা সোমবার (৫ মে) লন্ডন থেকে দেশে ফিরতে পারেন। তাকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে আনার চেষ্টা চলছে। তবে এখনও সেই এয়ার অ্যাম্বুলেন্স নিশ্চিত হয়নি। প্রয়োজনে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করেই ফিরবেন।
বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। তিনি বলেন, “আমরা এয়ার অ্যাম্বুলেন্স পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। না পেলে ম্যাডাম বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে ফিরবেন।”
এয়ার অ্যাম্বুলেন্স না পাওয়া গেলে ৫ মে সকাল ১১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে তার ঢাকায় ফেরার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে তার দুই পুত্রবধূ দেশে ফিরতে পারেন বলেও জানা গেছে।
প্রসঙ্গত, চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে যান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সৌজন্যে রাজকীয় বহরের একটি বিশেষ বিমানে তিনি লন্ডন পৌঁছান। সেখানে তিনি দ্য লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর তারেক রহমানের বাসায় যান এবং সেখান থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।
৮০ বছরের খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থরাইটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?