জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধরের পর ছাত্র-জনতার হাতে রমনা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে তার মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, জামাকাপড় ছেঁড়া অবস্থায় একদল যুবক সিদ্দিককে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে এবং মারধর করছে। তাকে কান্নাকাটি করতেও দেখা যায়। এ সময় উপস্থিত কেউ কেউ "আওয়ামী লীগের দোসর" বলে স্লোগান দিচ্ছিলেন।
ঘটনার পর রমনা থানা পুলিশ সিদ্দিককে হেফাজতে নেয়, তবে গুলশান থানায় তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা থাকায়, তাকে সেখানেই হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রমনা জোনের ডিসি।
উল্লেখ্য, সিদ্দিক শুধু অভিনয়ে সীমাবদ্ধ থাকেননি। আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিকবার গুলশান ও টাঙ্গাইল-৩ (মধুপুর) আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
এই ঘটনার পর তার রাজনৈতিক সংশ্লিষ্টতাই মূলত ক্ষোভের কারণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?