clock ,

ইউক্রেন-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক খনিজ চুক্তি ‘সমান লাভজনক’, দাবি জেলেনস্কির

ইউক্রেন-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক খনিজ চুক্তি ‘সমান লাভজনক’, দাবি জেলেনস্কির

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত খনিজসম্পদ উন্নয়ন চুক্তিকেসমান লাভজনকবলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে তিনি জানান, চুক্তির আওতায় কোনো ঋণ নেই; বরং ইউক্রেনেই বিনিয়োগ করে আয় করা হবে।

চুক্তিটি চূড়ান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে ড্রোন হামলা চালায়। সোভিয়েত আমলের একটি আবাসিক ভবনে বিস্ফোরণে অন্তত ১৪ জন আহত হন।

বহু মাসের আলোচনার পর চূড়ান্ত হওয়া এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইউক্রেন যৌথভাবে একটিপুনর্গঠন বিনিয়োগ তহবিলগঠন করবে। প্রথম ১০ বছর এই তহবিল থেকে অর্জিত মুনাফা ইউক্রেনেই পুনঃবিনিয়োগ করা হবে। এরপর দুই দেশ আয় ভাগাভাগি করবে।

জেলেনস্কি জানান, শুরুতে চুক্তিটির কাঠামো ভিন্ন ছিল, তবে পরবর্তীতে তা পুনর্বিন্যাস করেবাস্তবিক অর্থে সমতা ভিত্তিকরূপ দেওয়া হয়।

চুক্তিটি এখনো ইউক্রেনের সংসদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে মতবিরোধের কারণে তা বিলম্বিত হয়।

চুক্তি নিয়ে ভিন্নমত প্রকাশ করেন ট্রাম্প। তিনি এটিকে ইউক্রেনকে দেওয়া মার্কিন সহায়তারমূল্য আদায়ের কৌশলবলে মন্তব্য করেন। তবে কিয়েভ ওয়াশিংটন উভয়েই বলছে, চুক্তিটি কোনো ঋণের সঙ্গে সম্পৃক্ত নয়।

চুক্তিতে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা গ্যারান্টি না থাকলেও যুক্তরাষ্ট্র বলছে, এতে ইউক্রেনে ব্যবসায়িক আগ্রহ বাড়বে, যা রাশিয়াকে মোকাবেলায় সহায়ক হবে।

এদিকে চুক্তি স্বাক্ষরের পরই জেলেনস্কি রুশ আগ্রাসন থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি চাপ বাড়ানোর আহ্বান জানান।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন ১৭টি নিষেধাজ্ঞা প্রস্তুত করছে ইউরোপীয় ইউনিয়ন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার পথেপ্রধান বাধাবলে উল্লেখ করেন।

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং রিচার্ড ব্লুমেনথাল নেতৃত্বাধীন দুই-দলীয় প্রস্তাবে বলা হয়েছে, রাশিয়ার মিত্র দেশগুলো যুদ্ধ বন্ধে বাধা দিলে তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে বলেন, তিনি যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী, তবে শেষ সিদ্ধান্ত কিয়েভ মস্কোর ওপরই নির্ভর করছে।

এদিকে মস্কো জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আগামী থেকে ১০ মে পর্যন্ত তারা তিন দিনের যুদ্ধবিরতি পালন করবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য