clock ,

লিবিয়া থেকে ১৭৭ বাংলাদেশির প্রত্যাবর্তন

লিবিয়া থেকে ১৭৭ বাংলাদেশির প্রত্যাবর্তন

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত ১৭৭ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার ( মে) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় বুধবার (৩০ এপ্রিল) তাদের দেশে পাঠানো হয়। ফেরত আসা এসব অভিবাসীরা লিবিয়ার বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন।

ফেরত আসা অভিবাসীদের মধ্যে ২৫ জন লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। বাকিরা, অর্থাৎ ১৫২ জন, লিবিয়ার পূর্বাঞ্চল বেনগাজি এলাকা থেকে স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তাঁদের মধ্যে ১৬ জন অভিবাসী ছিলেন শারীরিকভাবে অসুস্থ।

প্রত্যাবাসনের সময় বিমানবন্দরে উপস্থিত থেকে অভিবাসীদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) মিনিস্টার (শ্রম)

রাষ্ট্রদূত অভিবাসীদের উদ্দেশে বলেন, অনিয়মিত পথে বিদেশে পাড়ি জমানোর ঝুঁকি এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি দেশে ফিরে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য