জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া পাঁচটি সংস্কার প্রস্তাব নিয়ে মতামত জানাতে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসেছে বিএনপি। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়। আলোচনার মূল লক্ষ্য হলো—রাজনৈতিক অচলাবস্থা নিরসনে কমিশনের প্রস্তাবিত সংস্কারপত্র নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ।
এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কমিশনের সঙ্গে দিনব্যাপী প্রথম দফার আলোচনা শেষে বৈঠকটি মুলতবি করা হয়। সেই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দফায় বিএনপির প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত রয়েছেন। প্রতিনিধি দলে আরও আছেন—স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।
বৈঠকে সভাপতিত্ব করছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি এবং যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আলী রীয়াজ। উপস্থিত রয়েছেন কমিশনের সদস্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সাবেক বিচারপতি এমদাদুল হক, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার, বিশিষ্ট অর্থনীতিবিদ সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
বৈঠকে নির্বাচনকালীন সরকারের রূপরেখা, নির্বাচন কমিশন পুনর্গঠন, ইভিএম ব্যবহার, রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা ও রাজনৈতিক সহিংসতা বন্ধসহ সামগ্রিক রাজনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হয়। বিএনপির পক্ষ থেকে প্রস্তাবগুলোর ওপর বিস্তারিত মতামত তুলে ধরা হয়।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধানের খসড়া তৈরি করা হবে, যা পরবর্তীতে সর্বসম্মতভাবে গ্রহণযোগ্য একটি রোডম্যাপ হিসেবে প্রকাশ করা হতে পারে।
বৈঠক শেষে উভয় পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও জানা গেছে, আলোচনার পরিবেশ ছিল আন্তরিক এবং গঠনমূলক।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?