clock ,

হার্ভার্ডের করছাড় বাতিলের হুমকি ট্রাম্পের

হার্ভার্ডের করছাড় বাতিলের হুমকি ট্রাম্পের

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের করমুক্ত মর্যাদা বাতিলের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমট্রুথ সোশ্যাল’- দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আমরা হার্ভার্ডের কর-মুক্ত মর্যাদা বাতিল করতে যাচ্ছি। এটাই তাদের প্রাপ্য!”

এটি হার্ভার্ডের বিরুদ্ধে ট্রাম্পের পূর্বের বক্তব্যের পুনরাবৃত্তি এবং অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তার চলমান অবস্থানের অংশ। তিনি ইতোমধ্যে অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়গুলো রাজনৈতিক পক্ষপাতিত্ব করছে এবং সরকারি সুবিধা গ্রহণ করে কর পরিশোধ না করেচরমপন্থাছড়াচ্ছে।

ট্রাম্পের এই মন্তব্যের পর হার্ভার্ড কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, “মার্কিন কর কোডের এমন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রয়োগ অবৈধ এবং ভয়াবহ দৃষ্টান্ত স্থাপন করবে।
বিশ্ববিদ্যালয়টি আরও জানায়, আইনের আওতায় প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট কিংবা হোয়াইট হাউসের কোনো কর্মকর্তা নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর কর্তৃপক্ষ আইআরএসকে তদন্তে প্ররোচিত করলে তা অপরাধ হিসেবে গণ্য হয়।

হার্ভার্ড ইতোমধ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। কারণ, প্রশাসন গত মাসে বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য বরাদ্দ . বিলিয়ন ডলারের ফেডারেল অনুদান স্থগিত করেছে। এই অনুদান সাধারণত চিকিৎসা বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হয়ে থাকে।

গত ১৫ এপ্রিল এক বক্তব্যে ট্রাম্প বলেছিলেন, “হার্ভার্ডের করমুক্ত মর্যাদা থাকা উচিত নয়।

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন সম্পদশালী শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বলছে, করমুক্ত মর্যাদা বাতিলের কোনো আইনগত ভিত্তি নেই এবং এটি শিক্ষা অলাভজনক সংস্থাগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

বিশ্ববিদ্যালয়টি এক বিবৃতিতে জানিয়েছে, “এই আইনগত রক্ষাকবচ শুধুমাত্র হার্ভার্ড নয়, বরং যুক্তরাষ্ট্রজুড়ে জনসাধারণের কল্যাণে পরিচালিত উচ্চশিক্ষা গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হার্ভার্ডসহ অধিকাংশ মার্কিন বিশ্ববিদ্যালয় ফেডারেল আয়কর থেকে অব্যাহতি পায়, কারণ তারা অলাভজনক শিক্ষামূলক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত। এই করছাড় সুবিধা বহু সাবেক শিক্ষার্থী দাতাকে দান করতে উৎসাহিত করে, যা বিশ্ববিদ্যালয়গুলোর বড় একটি অর্থনৈতিক ভিত্তি তৈরি করে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য