ভারতের রাজধানী নয়াদিল্লির জনপ্রিয় বাজার দিল্লি হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতের এই অগ্নিকাণ্ডে ২৫ থেকে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে দক্ষিণ দিল্লির আইএনএ এলাকায় অবস্থিত দিল্লি হাটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের একাধিক দোকানে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ক্রেতা ও বিক্রেতারা দ্রুত বাজার ছেড়ে নিরাপদ স্থানে সরে যান।
দিল্লির পর্যটন মন্ত্রী কপিল মিশ্র রাত ৯টা ৫১ মিনিটে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। গ্রামীণ বাজারের আদলে তৈরি এই হাটে দেশের বিভিন্ন রাজ্য থেকে হস্তশিল্প ও কারুশিল্পের পসরা নিয়ে বসেন বিক্রেতারা। আগুনে বিভিন্ন রাজ্যের একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বাজারে বিভিন্ন অঞ্চলের খাবারের দোকানও রয়েছে। দমকল বিভাগ আগুনের সূত্রপাতের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছিল।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?