clock ,

ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা: সংযত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা: সংযত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে দুই দেশ একে অপরের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ভারত পাকিস্তানে হামলা চালাতে পারেএমন আশঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্র দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাদা আলাপ করেন। এতে কাশ্মীর ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়ে ভারত পাকিস্তানকেএকসঙ্গে কাজকরার পরামর্শ দেন তিনি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি রুবিও পুনর্ব্যক্ত করেছেন। তবে একইসঙ্গে প্রতিশোধমূলক পদক্ষেপে সতর্কতা অবলম্বনের আহ্বানও জানিয়েছেন।

পাকিস্তানকেও হামলার নিন্দা জানাতে তদন্তে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে বলে জানান ব্রুস। তিনি আরও বলেন, “দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখার জন্য দুই দেশকেই শান্তিপূর্ণ পথে অগ্রসর হতে হবে।

বিশ্লেষকরা বলছেন, দুই পরমাণু শক্তিধর দেশের উত্তেজনা পর্যায়ে পৌঁছানো অত্যন্ত বিপজ্জনক। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সেই উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য