আজ ১ মে—বিশ্বব্যাপী পালিত হচ্ছে মহান মে দিবস। কর্মক্ষেত্রে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস স্মরণে দিনটি পালিত হয়। বাংলাদেশেও দিবসটি উদযাপিত হচ্ছে নানা কর্মসূচির মাধ্যমে। এ বছরের প্রতিপাদ্য—‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে উদ্বোধন করেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বাণীতে বলেন, “শ্রমিক-মালিক সুসম্পর্ক অর্থনীতিকে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়নের জন্য মে দিবসের তাৎপর্য অপরিসীম।”
দুপুর
২টায় নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশ
হবে। ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমান ও উপস্থিত থাকবেন
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে দলের কেন্দ্রীয়
কার্যালয়ে রুহুল কবির রিজভী বলেন,
“শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে
উঠেছে। আওয়ামী ফ্যাসিবাদ পতনের পর অধিকার আদায়ে
আর কোনো বাধা থাকা
উচিত নয়।”
সকাল ৯টায় পল্টনে দলটির আমির
ডা. শফিকুর রহমানের নেতৃত্বে শ্রমিক সমাবেশ হয়।
১৮৮৬ সালের ১ মে, যুক্তরাষ্ট্রের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে যে ঐতিহাসিক আন্দোলন গড়ে তুলেছিলেন, তারই স্মরণে এই দিবস পালিত হয়। সময়ের পরিক্রমায়, দিনটি আজ শ্রমজীবী মানুষের অধিকার ও সম্মান রক্ষার প্রতীক হয়ে উঠেছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?