clock ,

মিশরে মানবেতর অবস্থায় বাংলাদেশি প্রবাসীরা

মিশরে মানবেতর অবস্থায় বাংলাদেশি প্রবাসীরা

উত্তর-পূর্ব আফ্রিকার দেশ মিশরে পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে কাজ করছেন প্রায় ১০ হাজার বাংলাদেশি প্রবাসী শ্রমিক। বৈধতা হারানো দালালদের প্রতারণার কারণে বর্তমানে বেশিরভাগই মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিক ভিসা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় অন-অ্যারাইভ্যাল ভিসার অপব্যবহার করে দালালচক্র বিপুলসংখ্যক শ্রমিককে অবৈধভাবে মিশরে পাঠাচ্ছে।

বাংলাদেশ দূতাবাস কায়রো জানিয়েছে, ২০১৬ সাল থেকে মিশরে ওয়ার্ক পারমিট বন্ধ থাকলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার আলোচনায় বসে তারা ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। কিন্তু আশ্বাস ছাড়া তেমন কোনো অগ্রগতি নেই।

শ্রমিকদের অভিযোগ, দেশে থাকা দালালদের পাশাপাশি মিশরে অবস্থানরত কিছু বাংলাদেশি চক্র এখন লিবিয়ার মতো ইউরোপে পাঠানোর নামে প্রবাসীদের জিম্মি করে মুক্তিপণ আদায়েরগেইম টর্চার সেলচালাচ্ছে।

টাঙ্গাইলের প্রবাসী সারোয়ার হোসাইন জানান, “দালাল রাব্বি আমাকে ৩৫ হাজার টাকার চাকরির প্রলোভনে লাখ ৫০ হাজার টাকায় মিশরে পাঠায়। এখানে এসে বুঝি তার কোনো কারখানাই নেই। কাজ না পেয়ে মাস ধরে মানবেতর জীবন কাটাচ্ছি।এখন আরেক চক্রের সদস্য তাকে দেশে ফেরানোর প্রস্তাব দিচ্ছে, তবে শর্ততাদের একটি লাগেজ সঙ্গে নিতে হবে।

এদিকে কিশোরগঞ্জের মোহাম্মদ শরীফ মিয়া বলেন, “দালাল দম্পতি জহির মিনার খপ্পরে পড়ে লাখ টাকা খরচ করে মিশর আসি। তারা কোনো কাজের ব্যবস্থা করেনি। এখানে এসে বুঝেছি আমরা একা, দেশের স্বপ্নভঙ্গ হয়েছে।

প্রবাসীরা জানান, তারা এখন কায়রোর বাংলাদেশ দূতাবাসকেই শেষ ভরসা মনে করছেন। তবে অনেক সময় অভিযোগ করেও সহযোগিতা পান না। অবস্থায় শ্রমিক দিবস উপলক্ষে তাদের প্রধান দাবি, যেসব দালালের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলো আমলে নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করুক দূতাবাস।

মিশরে অবস্থানরত শ্রমিকদের জন্য নিয়মিত বৈধকরণ প্রক্রিয়া চালু করা, দালালচক্র নির্মূলে আন্তঃদেশীয় উদ্যোগ নেওয়া এবং শ্রমিকদের জন্য একটি জব সাপোর্ট সেন্টার গঠন এখন সময়ের দাবি হয়ে উঠেছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য