সৌদি আরবে চলমান নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এক সপ্তাহে ১৭ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়।
রোববার (৪ মে) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ২৪ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে চালানো অভিযানে মোট ১৭ হাজার ১৫৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে ১০ হাজার ৩০৫ জন আবাসন আইন, ৩ হাজার ৬৪৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ২০৪ জন শ্রম আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন বলে জানানো হয়েছে। — গালফ নিউজ
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?