clock ,

বিদেশে শিক্ষা ও চিকিৎসা ব্যয় পরিশোধে সহজ হলো ব্যাংকিং প্রক্রিয়া

বিদেশে শিক্ষা ও চিকিৎসা ব্যয় পরিশোধে সহজ হলো ব্যাংকিং প্রক্রিয়া

বিদেশে শিক্ষা চিকিৎসাসহ বিভিন্ন খাতে অর্থ পরিশোধ এখন আরও সহজ হচ্ছে। আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্মে যুক্ত হয়ে গ্রাহকের পক্ষ থেকে ব্যাংকগুলো এসব খাতে বৈদেশিক মুদ্রায় অর্থ পাঠাতে পারবে।

রোববার ( মে) বাংলাদেশ ব্যাংক থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্মের মাধ্যমে এখন থেকে বিদেশে পড়াশোনার ফি, চিকিৎসা ব্যয়, ভিসা ফি, প্রশিক্ষণ আইটি সেবা বাবদ ব্যয়সহ নির্দিষ্ট কিছু খাতে অর্থ পরিশোধ করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, বিদেশি অনেক প্রতিষ্ঠান শুধুমাত্র কার্ডের মাধ্যমে অর্থ গ্রহণ করে। ফলে নন-কার্ডধারীরা সমস্যায় পড়েন এবং অন্যের কার্ড ব্যবহার করতে বাধ্য হন। পরিস্থিতি বিবেচনায় ২০২১ সাল থেকেই ব্যাংকের নিজস্ব নামে আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়। তবে এখন এই প্রক্রিয়াকে আরও সম্প্রসারিত করে আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকগুলোর নিজস্ব অ্যাপে যুক্ত হয়ে গ্রাহকের পক্ষে সরাসরি অর্থ পরিশোধের সুযোগ দেওয়া হলো।

এতে বিদেশে লেনদেনে হয়রানি কমবে এবং শিক্ষা-চিকিৎসা সংক্রান্ত খরচ দ্রুত নিরাপদে পরিশোধ করা যাবে বলে আশা করা হচ্ছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য