ভারতের রাজধানী দিল্লিতে প্রবল ঝড়, বৃষ্টি ও ধুলি ঝড়ের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শুক্রবারের ঝড়ে অন্তত চারজনের প্রাণহানি এবং ১২০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি প্রতিবেদনে বলা হয়, দিল্লির দ্বারকা এলাকায় প্রবল বাতাসে একটি গাছ ভেঙে পড়ে এক বাড়ির উপর এতে এক নারী ও তার তিন শিশু সন্তান নিহত হন ঝড়ে শহরের বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে পড়ে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় এবং সড়কে যানজট দেখা দেয় লাজপত নগর, আর কে পুরম ও দ্বারকার মতো এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়, যান চলাচলে চরম ব্যাঘাত ঘটে।
ঝড়ের কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।ব্যাঙ্গালোর ও পুনে থেকে আসা অন্তত তিনটি ফ্লাইট আহমেদাবাদ ও জয়পুরে ডাইভার্ট করা হয়। ফ্লাইটরাডার অনুসারে, গড়ে আসার সময় ২১ মিনিট এবং ছাড়ার সময় ৬১ মিনিট দেরি হয়েছে। ২০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত রয়েছে।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, দিল্লিতে দুর্যোগের কারণে ফ্লাইট সময়সূচিতে ব্যাপক প্রভাব পড়েছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। অন্যদিকে, গাছ তারের ওপর পড়ে যাওয়ায় রেল যোগাযোগেও সমস্যা দেখা দিয়েছে, ১৫ থেকে ২০টি ট্রেন সময়মতো ছাড়তে পারেনি।
ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) সতর্কতা দিয়ে জানিয়েছে, আগামী তিন দিন রাজধানীতে বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। বাসিন্দাদের ঘরের ভিতরে অবস্থান এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?