clock ,

না ফেরার দেশে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার

না ফেরার দেশে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার

'জন্মই আমার আজন্ম পাপ'—এমন প্রগাঢ় পংক্তিমালার কবি দাউদ হায়দার চলে গেলেন না ফেরার দেশে। শনিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত দেড়টায় জার্মানির বার্লিনের একটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

কবির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার অনুজ কবি জাহিদ হায়দার আরিফ হায়দার এবং ভাতিজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার। স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তারা। বার্লিনে কবির একজন সুহৃদ নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিমানী কবির মরদেহ দাফন করা হবে না। এমনকি জার্মানি থেকে বাংলাদেশে পাঠানো হবে কি না সে ব্যাপারেও এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কবির মরদেহ জার্মানির মেডিকেলে দান করা হতে পারে।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি পাবনা জেলার জন্মগ্রহণ করা দাউদ হায়দার ছিলেন কবি, লেখক সাংবাদিক। তার জীবনজুড়ে ছিল সাহসী সাহিত্যচর্চা মতপ্রকাশের অদম্য লড়াই।

১৯৭৪ সালের ২৪ ফেব্রুয়ারি দৈনিক সংবাদ পত্রিকায় তার কবিতা কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায় প্রকাশিত হওয়ার পর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ১১ মার্চ তিনি গ্রেপ্তার হন এবং ২০ মে মুক্তি পেলেও দেশে নিরাপত্তাহীন হয়ে পড়েন। একদিন পর, ২১ মে, তাকে প্রায় খালি হাতে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়।
নিজের স্মৃতিচারণায় দাউদ হায়দার লিখেছিলেন, "আমার কাছে ছিল মাত্র ৬০ পয়সা, একটি ব্যাগে দুটো শার্ট-প্যান্ট, একটি কবিতার বই একটি টুথব্রাশ। মৌলবাদীরা আমাকে মেরে ফেলত, আর সরকারও যেন আমার মৃত্যু কামনা করছিল।"

কলকাতায় কয়েক বছর কাটানোর পর তিনি ১৯৮৭ সালে জার্মানিতে চলে যান এবং সেখানেই বাকিজীবন অতিবাহিত করেন। চিরকুমার দাউদ হায়দার বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত বছর ডিসেম্বরে সিঁড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আইসিইউ থেকে ফিরলেও আর সুস্থ হয়ে উঠতে পারেননি।

বাংলা কবিতায় স্বাধীনচেতা কণ্ঠের প্রতীক হয়ে থাকা দাউদ হায়দার তার সাহসী লেখনী সংগ্রামী জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য