১৮ বছরের নিষ্ঠা, বিশ্বস্ততা আর কঠোর পরিশ্রমের স্বীকৃতি মিলল বিদায়ের সময়েও। মালয়েশিয়ায় একদল বাংলাদেশি কর্মীকে তাদের নিয়োগকর্তা বিদায় জানালেন নিজে বিমানবন্দরে গিয়ে। দৃশ্যটি ছিল আবেগঘন, বিরল এবং সম্পর্কের উষ্ণতার এক অনন্য উদাহরণ।
মালয়েশিয়ার একটি বাগানের মালিক এন. মুস্তাফা কামাল গত মঙ্গলবার নিজে উপস্থিত হন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে, তার বাগানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের বিদায় জানাতে। ওই কর্মীরা প্রায় দুই দশক ধরে তার মালিকানাধীন বাগানে কাজ করে আসছিলেন।
বুকভরা কৃতজ্ঞতা আর ভালোবাসা নিয়ে একে একে প্রত্যেক কর্মীর সঙ্গে আলিঙ্গন করেন তিনি। মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন মুস্তাফা কামাল। সেখানে তিনি লেখেন, “দীর্ঘ ১৮ বছর আমার বাগানে বিশ্বস্ততার সঙ্গে কাজ করেছে একদল বাংলাদেশি কর্মী। তাদের ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। আজ তাদের বিদায় জানানোর সময় এসেছে। আমরা তাদের অবদান কখনো ভুলব না।”
ভিডিওটি অল্প সময়েই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রশংসার জোয়ারে ভাসে। অনেকেই মন্তব্য করেন, “এই সম্পর্কটিই প্রবাস জীবনের সেরা প্রাপ্তি।”
বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের অবদানের স্বীকৃতির এমন মানবিক দৃষ্টান্ত এখন নেটিজেনদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?