তুরস্ক সবসময় বাংলাদেশের উন্নয়ন ও পুনর্গঠনের প্রক্রিয়ায় পাশে থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাবেক উপদেষ্টা ও সমাজবিজ্ঞানী ড. ইয়াসিন আকতাই। সম্প্রতি ইস্তাম্বুল তিজারাত বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ‘বাংলাদেশ স্টাডিজ কনফারেন্স’-এ তিনি এ কথা বলেন।
‘জুলাই বিপ্লবের চেতনায় বাংলাদেশ ২.০ বিনির্মাণ’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে তুরস্কভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর)। সম্মেলনে বক্তারা বলেন, শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার।
সম্মেলনে বক্তব্য দেন দৈনিক আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান, নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কবির হাসান, ও বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক। রাষ্ট্রদূত বলেন, “জুলাই বিপ্লবের পর তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে, বিশেষ করে অর্থনৈতিক ও সামরিক খাতে।”
এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন তুরস্কের এমপি দোয়ান বেকিন, সুইডেনের সাবেক মন্ত্রী মেহমেত কাপলান, ইস্তাম্বুল তিজারাত ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর নেজিপ সিমশেক, ও বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
দুই দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত গবেষকরা মোট ১২৫টি গবেষণাপত্র উপস্থাপন করেন, যা ২৬টি প্যানেলে ভাগ করে উপস্থাপন করা হয়। গবেষণাগুলোতে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রগঠন, নীতি প্রণয়ন ও খাতভিত্তিক সমস্যা-সমাধান নিয়ে বিশদ আলোচনা করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিএসআর-এর নির্বাহী পরিচালক ড. আ. স. ম. মাহমুদুল হাসান ও গবেষক মাকামে মাহমুদ।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?