clock ,

হুথিদের ওপর হামলার গোপন তথ্য ফাঁস: বিপাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

হুথিদের ওপর হামলার গোপন তথ্য ফাঁস: বিপাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ওপর মার্কিন সামরিক হামলার গোপন তথ্য ফাঁসের ঘটনায় চরম বিতর্কের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। অভিযোগ, গত মার্চ মাসে এই হামলার গুরুত্বপূর্ণ শ্রেণিবদ্ধ তথ্য তিনি শেয়ার করেছিলেন একটি ব্যক্তিগত সিগন্যাল চ্যাট গ্রুপে, যেখানে তার স্ত্রী, ভাই এবং আইনজীবীসহ ঘনিষ্ঠ কয়েকজন সদস্য ছিলেন।

রয়টার্স-এর একটি অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি এমন এক সময় সামনে এসেছে যখন পেন্টাগনের ভেতরে তথ্য ফাঁস সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। হেগসেথের বিরুদ্ধে এমন বিতর্ক এবারই প্রথম নয়; এর আগে তিনি ভুলবশত 'দ্য আটলান্টিক' পত্রিকার সম্পাদক জেফরি গোল্ডবার্গকে যুক্ত করে আরেকটি ব্যক্তিগত চ্যাট গ্রুপে গোপন সামরিক তথ্য পাঠিয়েছিলেন।

হেগসেথের স্ত্রী জেনিফার, যিনি ফক্স নিউজের সাবেক প্রযোজক, তাকে বিভিন্ন আন্তর্জাতিক বৈঠকে অংশ নিতে দেখা গেছে। এমনকি পেন্টাগনের ওয়েবসাইটেও তার উপস্থিতির ছবি রয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে হেগসেথের মার্চ মাসের বৈঠকেও জেনিফার উপস্থিত ছিলেন। অপরদিকে, প্রতিরক্ষামন্ত্রীর ভাই যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে সংশ্লিষ্ট একজন লিয়াজোঁ কর্মকর্তা।

ঘটনার জেরে হেগসেথের ঘনিষ্ঠ উপদেষ্টা ড্যান ক্যাল্ডওয়েল-কে পেন্টাগন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি চ্যাট গ্রুপের প্রধান সংগঠক ছিলেন। এছাড়াও, প্রতিরক্ষামন্ত্রীর ডেপুটি চিফ অব স্টাফ ডারিন সেলনিক এবং ডেপুটি প্রতিরক্ষামন্ত্রীর চিফ অব স্টাফ কলিন ক্যারলক-কেও প্রশাসনিক ছুটিতে পাঠানোর পর বরখাস্ত করা হয়েছে।

এই ঘটনায় কংগ্রেসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার বলেন, “আমরা বারবার দেখছি হেগসেথ কীভাবে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলেছেন, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এখনো তাকে বরখাস্ত করতে সাহস পাচ্ছেন না।
ইরাক যুদ্ধে আহত সিনেটর ট্যামি ডাকওয়ার্থ আরও কড়া ভাষায় বলেন, “হেগসেথের অবিলম্বে লজ্জাজনকভাবে পদত্যাগ করা উচিত।

তবে পেন্টাগনের মুখপাত্র শন পারনেল অভিযোগ অস্বীকার করে বলেন, “ট্রাম্প-বিরোধী মিডিয়া একটি দেশপ্রেমিক নেতাকে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে। মিডিয়া কেবল কিছু অসন্তুষ্ট সাবেক কর্মীর বক্তব্যের ভিত্তিতে তথ্য পরিবেশন করছে।

হোয়াইট হাউজের মুখপাত্র আন্না কেলি আরও বলেন, “সম্প্রতি বরখাস্ত হওয়া কিছুতথ্য ফাঁসকারীপ্রেসিডেন্টের এজেন্ডা বানচাল করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

এই বিতর্কের পর হেগসেথের পদত্যাগের দাবি আরও জোরালো হয়েছে। তবে হোয়াইট হাউজ এবং পেন্টাগনের অবস্থান থেকে বোঝা যাচ্ছে, তারা এখনো প্রতিরক্ষামন্ত্রীর প্রতি আস্থাশীল রয়েছে।

 

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য