clock ,

বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব ধরনের চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ( মে) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি নির্দেশনার কথা জানান।

ট্রাম্প বলেন, “আমার নির্দেশ, যেন অবিলম্বে বিদেশে নির্মিত সব ধরনের চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করা হয়।তার যুক্তি, হলিউডের চলচ্চিত্র নির্মাতা স্টুডিওগুলো যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য দেশে গিয়ে কাজ করায় মার্কিন বিনোদন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এর আগে ট্রাম্পের প্রশাসন বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিল, যদিও চীন ছাড়া অনেক দেশকেই তিন মাসের জন্য সেই সিদ্ধান্ত থেকে স্থগিত রাখা হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্ত এমন সময় এলো যখন ট্রাম্পের আগ্রাসী বাণিজ্যনীতি আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে। গত মাসেই চীন ঘোষণা দিয়েছিল, তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা চলচ্চিত্রের সংখ্যা সীমিত করবে।

ট্রাম্প আরও বলেন, “আমেরিকার চলচ্চিত্রশিল্প ধ্বংসের মুখে। বিদেশি সরকারগুলো মার্কিন নির্মাতা স্টুডিওগুলোকে দেশান্তর করতে নানা রকম প্রণোদনা দিচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

তবে শুল্ক কার্যকর হলে এর প্রভাব চলচ্চিত্র শিল্পে কীভাবে পড়বে কিংবা টেলিভিশন সিরিজ স্ট্রিমিং কনটেন্টের ওপর সিদ্ধান্ত প্রযোজ্য হবে কিনা, সে বিষয়ে এখনও কিছু বলা হয়নি।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য