বলিউড সুপারস্টার সালমান খানের ওপর বিষ্ণোই গ্যাংয়ের হামলার রেশ কাটতে না কাটতেই এবার প্রাণনাশের হুমকি পেলেন তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ও প্রয়াত কংগ্রেস নেতা বাবা সিদ্দিকীর পুত্র জিশান সিদ্দিকী।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, এনসিপি (জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি) নেতা এবং মহারাষ্ট্রের সাবেক বিধায়ক জিশান সিদ্দিকী অভিযোগ করেছেন যে, তিনি গত সোমবার একটি ই-মেইলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছেন। ওই হুমকিমূলক বার্তায় তাঁকে ১০ কোটি রুপি চাঁদা দাবি করা হয়েছে।
হুমকিদাতারা দাবি করেছে, এই টাকা না দিলে জিশানের পরিণতি হবে তার প্রয়াত পিতার মতোই। উল্লেখ্য, বাবা সিদ্দিকী ২০২3 সালে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন, যা এখনও বলিউড ও রাজনৈতিক মহলে আলোচনার বিষয়।
জিশান জানান, গত তিন দিন ধরে ধারাবাহিকভাবে হুমকির ই-মেইল পাচ্ছেন তিনি। হুমকিতে বলা হয়, "১০ কোটি টাকা না দিলে তোমার ভাগ্য হবে বাবার মতো। আর যদি পুলিশকে কিছু জানাও, তবে তার ফল ভালো হবে না।"
হুমকির বিষয়টি সামনে আসার পরই মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছেন জিশান। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং হুমকিদাতার পরিচয় শনাক্তে কাজ করছে।
এ ঘটনায় বলিউডে নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে সালমান খানের সঙ্গে জিশানের ঘনিষ্ঠতার কারণে বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
এর আগে, ওরলির একটি ট্রান্সপোর্ট দপ্তরের হোয়াটসঅ্যাপে সালমান খানকে প্রকাশ্যে হত্যা এবং তার গাড়িতে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এমনকি তার মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢুকে হত্যার হুমকিও এসেছিল।
সালমান খান বিষয়টি নিয়ে প্রতিক্রিয়ায় বলেন, “ভগবান ও আল্লাহ সবার উপরে। আল্লাহ যতদিন আমার ভাগ্যে বাঁচার কথা লিখেছেন, ততদিনই বাঁচব।”
এদিকে বিশ্লেষকরা মনে করছেন, সম্প্রতি বলিউড তারকাদের ওপর বাড়তে থাকা নিরাপত্তা হুমকি শুধু বিনোদন জগতের জন্য নয়, বরং সমাজিক স্থিতিশীলতার জন্যও গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?