মালয়েশিয়াপ্রবাসী এক বাংলাদেশির রেমিট্যান্স আত্মসাতের অভিযোগে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার আফসানা শাহিন মুন্নীকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে আটক করে খুলনায় আনা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার মো. সানোয়ার হোসাইন মাসুম জানান, এসআই মোল্লা জুয়েল রানার নেতৃত্বে পুলিশের একটি দল মুন্নীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রেমিট্যান্স আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, মালয়েশিয়াপ্রবাসী আল হাদিস বাট্রি ২০২৩ সালের ১৩ নভেম্বর খুলনার আপার যশোর রোডে এসবিএসি ব্যাংকের একটি অ্যাকাউন্ট খোলেন এবং পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে মোট ১০ লাখ ২ হাজার টাকা জমা করেন। চলতি বছরের ১৮ মার্চ দেশে ফিরে ব্যাংকে অর্থ তুলতে গেলে তিনি দেখেন, তার অ্যাকাউন্টে মাত্র ৩ লাখ ২ হাজার টাকা রয়েছে—৭ লাখ টাকা উধাও।
পরবর্তীতে ব্যাংক স্টেটমেন্টে দেখা যায়, ২০২3 সালের ২৫ ফেব্রুয়ারি আরটিজিএসের মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে এক আসামির ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে ৭ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে। অথচ সে সময় তিনি ছিলেন বিদেশে। যেখানে আরটিজিএস লেনদেনে হিসাবধারীর উপস্থিতি বাধ্যতামূলক।
এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা যোগসাজশে ভুয়া লোক সাজিয়ে ও জাল কাগজপত্র ব্যবহার করে এই টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
এ বিষয়ে এসবিএসি ব্যাংকের খুলনা শাখার বর্তমান ব্যবস্থাপক হাফিজ আহমেদ বলেন, “আমি নতুন যোগদান করেছি, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।”
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?